Terms & Condition
- Member Registration: শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপ করা হবে। উক্ত অনুষ্ঠানে শুধুমাত্র অত্র স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাই রেজিষ্ট্রেশন করতে পারবে।
- Spouse Registration: স্কুলের যে কোন প্রাক্তন শিক্ষার্থী তাঁর স্পাউজ যুক্ত করতে পারবেন। স্পাউজ ফি পরিশোধ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। [স্পাউজ যদি উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হয় তবে ব্যাচ ভিত্তিক আলাদা রেজিষ্ট্রেশন করলে উদযাপন সম্বলিত সদস্যদের সকল সুবিধা, উপহার ইত্যাদি পাবেন। এবং ব্যাচ ভিত্তিক আসন সংরক্ষিত থাকবে। অন্যথায় যার মাধ্যমে রেজিষ্ট্রেশন করা হয়েছে তাঁর পাশের আসন রাখা হবে, এবং গেস্টদের সুবিধা প্রদান করা হবে।
- Child Registration: ০ থেকে ৪ বছরের শিশুদের রেজিষ্ট্রেশন উন্মুক্ত, কোন ফি প্রদান করার প্রয়োজন নেই। এবং ৫ বছর থেকে ১৬ বছরের শিশুদের নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি পরিশোধ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে এ বয়সের কোন শিশু যদি উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকে তা রেজিষ্ট্রেশনে উল্লেখ করতে হবে।
- Running Students Registration: যারা অত্র স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত আছেন, তারা স্কুলের শ্রেণী শিক্ষকের মাধ্যমে অথবা পিতা-মাতা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হলে তাদের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
- Member Guest Registration: কোন সদস্য যদি মনে করে তাদের পরিচিত মেহমান উক্ত প্রোগ্রামে যুক্ত করবেন, সেক্ষেত্রে গেস্ট ফি পরিশোধ করে সংযুক্ত করতে পারবেন।