Registration Fee, Return & Refund Policy
- Member Registration Fee: প্রতিজন প্রাক্তন শিক্ষার্থী বাবদ নির্ধারিত ফি =১০০০/- +2.5% গেটওয়ে চার্জ। এবং রেজিষ্ট্রেশন ফি জমা হলে তা অফেরতযোগ্য। প্রাক্তন শিক্ষার্থী নয় এমন কেউ রেজিষ্ট্রেশন করলে তার রেজিষ্ট্রেশন বাতিল করা হবে এবং ফি ফেরতযোগ্য নয়।
- Spouse Registration Fee: স্পাউজ সংযুক্তি ফি =১০০০/- +2.5% গেটওয়ে চার্জ। এবং রেজিষ্ট্রেশন ফি জমা হলে তা অফেরতযোগ্য।
- Child Registration Fee: ০ থেকে ৪ বছরের শিশুদের রেজিষ্ট্রেশন উন্মুক্ত, কোন ফি প্রদান করার প্রয়োজন নেই। এবং ৫ বছর থেকে ১৬ বছরের শিশুদের নির্ধারিত =৫০০/-+2.5% গেটওয়ে চার্জ। এবং রেজিষ্ট্রেশন ফি জমা হলে তা অফেরতযোগ্য।
- Running Students Registration Fee: যারা অত্র স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত আছেন, তারা স্কুলের শ্রেণী শিক্ষকের মাধ্যমে অথবা পিতা-মাতা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হলে তাদের মাধ্যমে নির্ধারিত ফি =৫০০/-+2.5% গেটওয়ে চার্জ দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
- Member Guest Registration Fee: অতিথি নির্ধারিত ফি =১০০০/+2.5% গেটওয়ে চার্জ। এবং রেজিষ্ট্রেশন ফি জমা হলে তা অফেরতযোগ্য।