
"শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুবর্ণচর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। তৈরি করছে আদর্শ, যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক। যারা কর্মক্ষেত্রে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াসে সুবর্ণচর উপজেলায় শিক্ষা ও সার্বিক উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য একটি সংগঠন অপরিহার্য হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় ৩০শে নভেম্বর ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় Ex-Student’s Forum Of Shahid Joynal Abedin Government Model High School. যাহা বর্তমানে ‘‘শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’’ নামকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন,দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উচ্চ শিক্ষায় সার্বিক সহযোগিতা,শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক উন্নয়ন, প্রাথমিক চিকিৎসা, তথ্য ও প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং সমসাময়িক প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ। মেধাবী শিক্ষার্থী,বিদায়ী শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা, গুনীজন সম্মাননা এবং মরোনোত্তর স্মরণ সভার আয়োজন, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা, বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা রোধ,জাতীয় ও ধর্মীয় দিবস পালন, প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।