শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

"শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুবর্ণচর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। তৈরি করছে আদর্শ, যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক। যারা কর্মক্ষেত্রে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াসে সুবর্ণচর উপজেলায় শিক্ষা ও সার্বিক উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য একটি সংগঠন অপরিহার্য হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় ৩০শে নভেম্বর ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় Ex-Student’s Forum Of Shahid Joynal Abedin Government Model High School. যাহা বর্তমানে ‘‘শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’’ নামকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন,দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উচ্চ শিক্ষায় সার্বিক সহযোগিতা,শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক উন্নয়ন, প্রাথমিক চিকিৎসা, তথ্য ও প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং সমসাময়িক প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ। মেধাবী শিক্ষার্থী,বিদায়ী শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা, গুনীজন সম্মাননা এবং মরোনোত্তর স্মরণ সভার আয়োজন, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা, বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা রোধ,জাতীয় ও ধর্মীয় দিবস পালন, প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।